সাদিয়া ইসলাম লিজা
আমি মোসাম্মৎ সাদিয়া ইসলাম লিজা,১৯৮৯ সালে ঢাকা মতিজিলে এক মুসলিম পরিবারে আমার জন্ম,বাবা সেনাবাহিনীর কর্নেল পদে চাকরি করতেন মা ঢাকা মডেল কলেজের অধ্যপিকা ছিলেন ,আমাদের পরিবারের সদস্য সংখা ছিলো ৪ জন আমি ছোট ভাই আর মা বাবা।চাকরির সুবাদে মা বাবা ২ জনই বাসার বাহিরে থাকতে হতো ঘরের মধ্য অনেক বরিং ফিল করতাম।আমাদের পরিবারে সবাই ধর্মবিরু ছিলেন।আমিও নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পরতাম টিভি দেখার অভ্যাস ছিলো না তবে প্রচুর গল্পের বই পড়তাম।আমি মূলত অনেক চন্চল ও চিন্তাশীল মানুষ ছিলাম সহ পাটিদের সাথে অনেক আনন্দ ভাগা ভাগা করতাম।২০০৫ সালে যখন এস এস সি পরিক্ষা শেষ করি,তখন ৩ মাস বন্ধ পেলাম,বাবা বল্লও এ তিন মাস কম্পিউটার প্রশিক্ষন নিতে আমিও সেটা ভেবে ছিলাম,পরে ২০০৫ সালের মার্চের ২৮ তারিখে পরিবারের সবাই মিলে গ্রামে চাচার বাড়িতে বেড়াতে গেলাম,আমাদের চাচার বাড়ি হলো নেএকোনা জেলায়।
Leave a comment