ঘুমুবার আগে দায়সারা ভালোবাসার কথা বলে
যে বিনীদ্র রাত্রি পার হয়েছে, ঠিক সেখানে জন্ম-
তোমার আর আমার এক মনস্তাত্বিক আখ্যানের।
আশরাফুল মাখলুকাত হয়ে জন্মের পর
এবং
মালাকুল মওতের সাথে দেখা হবার আগে
আমি চোখ মেলে দেখি
একটা ফুল আর পাখির মাঝে বিবাদ লেগে আছে।
সাঁঝবেলা, ধমকা হাওয়া
নীলাকাশে নীলাম্বরীর মতো মেঘ আর ঘরে ফেরা পাখি।
দিগন্তের ওপারে দূরে আরও বহুদূরে দু’প্রান্তরে দু’জন মানুষ।
বিষাদ ফেরি করে বেড়ানো কোন এক পৌষের দ্বিতীয় পক্ষে
ভাবতে থাকে হাওয়ার নখরে উড়ে যাওয়া এবং একজনকে
নিয়ে আরেকজনের জমে থাকা অভাবের, না হওয়া গল্পের কথা।
একজন মানুষের অভ্যাস হয়ে যাওয়া আরেকজন মানুষ-
সুরের নাম বিভ্রম হতে পারে। কবিতার নাম হতে পারে শুধুই কফিতা
সম্পর্কের নাম প্রেম হলে দুঃখের নাম কী হবে?
যেহেতু তাদের জন্ম আশরাফুল মাখলুকাত হয়ে
সেহেতু দুঃখ তাদের জন্য নয়।
ওজোন স্তরের নিচে আটকে থাকা বায়বীয় পৃথিবীতে
নোনা তরল ধারা চেনা যায় অতি সহজে।
বায়বীয় পৃথিবীর আরও গভীরে
যারা পানিতে বাস করে
যারা আশরাফুল মাখলুকাত নয়
সব দু্:খ তাদের হোক।
মালাকুল মওতের সাথে দেখা হবার আগে
আশরাফুল মাখলুকাতেরা আশরাফুল হোক।
Leave a comment