আজ আমার আশিক বন্ধুর জন্মদিন!!

Happy birthday to you 🎉
‘জন্মদিন’ ব্যপারটাতে একদম অন্যরকম এক সুন্দর অনুভূতি আছে। নিজের জন্মদিনে যেমন এই অনুভূতি কাজ করে, প্রিয় মানুষদের জন্মদিনেও একই রকম থাকে।আল্লাহর কাছে প্রার্থনা করি আমার প্রান প্রিয় বন্ধুকে যেন আল্লাহ সবসময়ই ভালো রাখেন এবং বন্ধুর আগামী পথচলা সুন্দর ও সহজ করে দেন।অনেক অনেক শুভকামনা রইল বন্ধু… প্রায় ৩দিন আগে তুর সাথে দেখা হয়েছিল মনে হচ্ছে কয়েক যুগ দেখা হয়না।আশা করছি খুব শীঘ্রই আবার দেখা হবে ইনশাআল্লাহ ❤️❤️💕ভালোবাসা রইল বন্ধু ❤️💞💞বন্ধু আশিক প্রতি বছর জন্মদিন এসে আমাদের শুধু আনন্দ দিয়ে যায় না বরং কিছু গুরুত্বপূর্ণ শিক্ষাও দিয়ে যায়। আমি চাই তুই জন্মদিনের সেই অন্তর্নিহিত শিক্ষাকে হৃদয় দিয়ে অনুধাবন করে জীবন সাজাবি,আমার পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা নিছ…!!শুভ জন্মদিন আশিক প্রধান…!!

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started