✍🏻আফরিন শুভ
✍🏻আমি স্বার্থের ভিতরে লুকিয়ে থাকার মধ্যেও নিঃস্বার্থ মানুষ খুঁজে পেয়েছি; শুধু পাইনি কাউকে জোর করে নিজের সবটা দিয়ে ভালোবাসার স্বার্থকতা। তবে বুঝতে পেলাম সত্যিকারের ভালোবাসার মধ্যে স্বার্থ থাকেনা আর যেখানে স্বার্থ থাকে সেখানে সত্যিকারের ভালোবাসা থাকেনা।
.
পেয়ে গেলে কি আর মূল্য থাকে; না পাওয়ার পর্যন্ত পাওয়ার জন্য যতটা আক্ষেপ, আশা, স্বপ্ন থাকে সেটা অল্প সময়ে পেয়ে গেলে মানুষ কদর দিতে ভুলে যায়। তবে মানুষ সঠিক হলে ভালোবাসা সার্থক হয়। ভালোবাসা সুন্দর হয়। তখন মনে হয় এই ৭০০ কোটি মানুষের মধ্যে যে আমাকে সবচেয়ে বেশি বুঝে, সবচেয়ে বেশি ভালোবাসে, সে হচ্ছে আমার প্রিয় মানুষ। তখন কদর বলতে তার কাছে আমিই স্পেশাল। আমিই সেরা একজন মানুষ।
.
নিশ্চুপ সবাই থাকতে পারেনা। যারা নিজেকে খারাপ পরিস্থিতির সাথেও মেনে নিতে শিখেছে তারাই নিশ্চুপ থেকেছে। খুব বাজে পরিস্থিতি না আসলে মানুষ নিশ্চুপ থাকেনা। চোখের সামনে মিথ্যা কে সত্য করে নিজের মধ্যে কন্ট্রোল রেখে নিশ্চুপ থাকার মতো মানুষ আমি কমি দেখেছি।
.
কাচের আয়নাটা নিজের ভিতরটা না দেখাতে পারলেও উপরের দারুণ অভিজ্ঞ এক অভিনেতাকে দেখিয়েছে। তাই মাঝেমাঝে আয়নার সামনে গিয়ে নিজেকে দেখে ভাবি আর বলি ‘‘এতো মিথ্যে অভিনয় করে নিজেকে টিকিয়ে রেখেছি কেমন করে’’?
.
কিছু কিছু মানুষ আমাদের লাইফে হুট করে আসলেও তাদের সাথে কথোপকথন করলে মনে হয় তার সাথে বহু বছর ধরে চেনা। বহু আগেই থেকেই জানা। এই মানুষগুলোকেই অনেক আপন মনে হয়। অথচ আপন ভেবে মন ঠাই দেওয়া মানুষগুলোই কলিজা আঘাত দিয়ে ভেঙ্গেচুরে ফেলে।
.
‘‘অল্পতে মানুষকে আপন ভেবে হৃদয়ে ঠাই দিয়েছে যে জন, তার কাছে মূল্য অনেক থাকে যদি প্রিয়জন’’

লাইফে সবাই প্রিয় হয়না। প্রিয় যে হয় সে সবদিক থেকেই প্রিয় হয়। কোনটা খারাপ আর কোনটা ভালো সেটা ব্রেইনে থাকা মগজ বুঝতে পারলেও প্রিয়জনের বেলায় বুঝতে চায় না। প্রিয় মানুষটা যত খারাপ হোক না কেন তবুও সে প্রিয় থেকে যাবে।
.
এই জন্যই তো কবি বলেছেন…
‘‘শত আঘাত দেবার পরও কেউ যদি তোমার
খোঁজ নিতে আসে; সেই মানুষটাই প্রিয় মানুষ’’..আফরিন শুভ….!!!
Leave a comment