একটি স্বাক্ষরের কারনে আজ আমি জীবন্ত লাশ!

✍🏻আফরিন শুভ

✍🏻এ গল্পের সাথে বাস্তবে আমার শুভর কোন মিল নেই,এটা সম্পূর্ণ আমার কাল্পনিক ভাবে লিখা.!

✍🏻অচেনা একজন কাবিনের উপর ছোট একটা স্বাক্ষর দিয়ে সেদিন তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিলো।

স্বাক্ষরটা দেয়ার সময় যতটা না তোমার হাত কেঁপেছিলো, তার চেয়েও বেশি কেঁপেছিলো আমার বুক।একটা দীর্ঘশ্বাস লুকিয়ে রেখে ফুঁপিয়ে কেঁদেছিলাম।কোন শব্দ হয়নি বলে কেউ কিছু শুনতে পায়নি,কেউ কোন কিছু জানতেও পারেনি।আমাকে ছেড়ে গেছো প্রায় বছর দুয়েক হলো।প্রিয় মানুষ থেকে কত সহজে প্রাক্তন হলে….মাঝে এক অসীম দুরত্বের দেয়াল তৈরি হলো।যে দেওয়াল ভাঙ্গা যায়না,টপকানোও যায় না।ইট পাথরের কোন দেওয়াল না,তার পরেও কেন জানি?আমাদের সর্ম্পকের চেয়েও মজবুত সেই দেওয়াল।

আমি রোজ মোনাজাতে তোমার ভালো চাই,তারি সাথে তোমার প্রিয় রঙ আঁকরে ধরে তোমায় অনুভব করি।

মাঝে মাঝে সময় পেলে আমাদের প্রিয় জায়গাটাতে একা গিয়ে হাটি। তুমি নেই তো কি হয়েছে?তোমার দেয়া বিষাক্ত কত হাজারও স্মৃতি তো আছে….জানো তুমি?পাগল একটা আমি তোমাকে না পাওয়ার কস্টে কয়েক বার সিলিং ফ্যানের সাথে ঝুলতে চেয়েছিলাম।কত বার নিজেকে শেষ বারে মত শেষ করতে চেয়েছি,কিন্তু পারি নি,তবে কি আমি ব্যার্থ.?সময়ের বিনিয়োগে নিজেকে সামলে নিয়েছি।কখনো তোমায় কল্পনায় মনে পড়লে আঁড়াল করবার মিথ্যে হাসির চেষ্টায় আনমনে কেঁদে ফেলি।

তোমাকে না পাওয়ার অপ্রাপ্তি,তোমাকে হারিয়ে ফেলার ক্রোধ আমার এ জীবন থেকে মুছে ফেললে,তোমাকে ঘৃনা করার শেষ মাধ্যমটাও হারিয়ে ফেলবো।ভেবেছিলে আমি ভালো থাকবো না।কিন্তু আমি এখন এতোটাই ভালো আছি যে,আমার ভালো থাকা দেখলে তোমারও হিংসে হবে।আর বছর দুয়েক পর হয়তো তোমার সাথে দেখা হবে।চিরচেনা সেই তুমিটাকে অচেনা ভেবে পাশ কাটিয়ে চলে যাবো।না…..একটুও ফিরে তাকাবো না,কারন আর শুনাবো না তোমাকে আমার ব্যার্থতার গল্প।আফরিন শুভ……!!!!!

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started